ইরানের ‘সমস্যার’ কারণে তেহরান-মস্কো সহযোগিতা চুক্তি স্থগিত

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এই সংবাদটি প্রথম প্রকাশ করে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রিয়া।
ইরানের প্রয়াত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি: রয়টার্স
ইরানের প্রয়াত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি: রয়টার্স

মস্কো ও তেহরানের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি চুক্তি স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে ইরানের পক্ষ থেকে আসা কিছু সমস্যার কথা উল্লেখ করা হয়েছে।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এই সংবাদটি প্রথম প্রকাশ করে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রিয়া।

রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জামির কাবুলভের বরাত দিয়ে জানায়, 'এটা দুই দেশের নেতৃবৃন্দের একটি কৌশলগত সিদ্ধান্ত'।

'ইরানি অংশীদারদের কাছ থেকে আসা কিছু সমস্যার কারণে প্রক্রিয়াটি বন্ধ রাখা হয়েছে', যোগ করেন তিনি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও ইরানের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। উভয় দেশই বৈরি মার্কিন পররাষ্ট্রনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি ন্যায়সঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বৈঠকের পর ২০২২ এর সেপ্টেম্বরে মস্কো ও তেহরানের মধ্য একটি গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে ঘোষণা দেওয়া হয়।

ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি: ইরানের রাষ্ট্রপতি কার্যালয়
ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি: ইরানের রাষ্ট্রপতি কার্যালয়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচিত কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট রাইসি মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।

এ মাসের ২৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Comments