ইরানে প্রেসিডেন্ট নির্বাচন ২৮ জুন

একইসঙ্গে আরও জানানো হয়েছে, ৩০ মে থেকে ৩ জুনের মধ্যে প্রার্থীদের নিবন্ধন প্রক্রিয়া শেষ করা হবে। ১২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।
বাগদাদে ইরানের দূতাবাসের বাইরে প্রয়াত প্রেসিডেন্ট রাইসি ও অন্যান্যদের উদ্দেশ্যে শ্রদ্ধ্যার্ঘ্য। ছবি: রয়টার্স
বাগদাদে ইরানের দূতাবাসের বাইরে প্রয়াত প্রেসিডেন্ট রাইসি ও অন্যান্যদের উদ্দেশ্যে শ্রদ্ধ্যার্ঘ্য। ছবি: রয়টার্স

নির্বাচনী প্রক্রিয়ার নিরীক্ষা শেষে ইরানের শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের দিন হিসেবে ২৮ জুনকে বেছে নিয়েছে।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম ইরনা।

একইসঙ্গে আরও জানানো হয়েছে, ৩০ মে থেকে ৩ জুনের মধ্যে প্রার্থীদের নিবন্ধন প্রক্রিয়া শেষ করা হবে। ১২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

ইরানের সংবিধানের ১৩১ নম্বর ধারা অনুযায়ী, ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিহত হলে দেশের নির্বাহী কার্যক্রম পরিচালনার জন্য একটি কাউন্সিল গঠন করা হবে, যার মেয়াদ সর্বোচ্চ ৫০ দিন। এই কাউন্সিলের অন্যতম দায়িত্ব প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নেওয়া।

 

Comments

The Daily Star  | English

A bright spot: Govt project costs Tk 100cr less than estimate

There is a common allegation that the actual implementation costs of government projects inevitably exceed the estimated costs due to a number of reasons, including time extensions and unnecessary expenditures..However, the Implementation Monitoring and Evaluation Division (IMED) of the Mi

15m ago