ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করল তুরস্ক

তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে বড় আকারে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। ছবি: ডয়চে ভেলে
তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে বড় আকারে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। ছবি: ডয়চে ভেলে

বৃহস্পতিবার তুরস্ক জানিয়ে দিয়েছে, গাজার পরিস্থিতির অবনতি হওয়ায় তারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখছে। বলা হয়েছে, গাজায় যতদিন পর্যন্ত নিরবচ্ছিন্ন মানবিক ত্রাণ দিতে না দেয়া হচ্ছে, ততদিন বাণিজ্য বন্ধ রাখবে তুরস্ক।

তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, 'ইসরায়েলের সঙ্গে সব পণ্যের আমদানি ও রপ্তানি বন্ধ থাকছে।'

দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বাংলাদেশি টাকায় ৭৩ হাজার কোটি টাকারও বেশি।

ইসরায়েলের অভিযোগ

এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছিলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সমঝোতা ভেঙে ইসরায়েলের সঙ্গে আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, 'এভাবেই একজন ডিক্টেটর কাজ করেন। তুরস্কের মানুষ, ব্যবসায়ীদের স্বার্থ তিনি দেখলেন না। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিও অবহেলা করলেন।''

তিনি বলেছেন, 'ইসরায়েল বিকল্প খুঁজে নেবে। অন্য দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাড়াবে।'

তুরস্ক গত মাসে জানিয়েছিল, তারা ইসরায়েল থেকে বাণিজ্যে কাটছাঁট করছে। সে সময় তুরস্কের অভিযোগ ছিল, তাদের বিমান গাজায় মানবিক ত্রাণ দিতে গেলেও ইসরায়েল তা করতে দেয়নি।

বেশ কিছুদিন ধরেই ইসরায়েল-তুরস্কের সম্পর্কের অবনতি হচ্ছে।

তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে বড় আকারে বিক্ষোভ সমাবেশ হচ্ছে।

এ ছাড়াও, কঠোর ভাষায় গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা করেছে তুরস্ক। দেশটির নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ান এক পর্যায়ে ইসরায়েলকে 'সন্ত্রাসী রাষ্ট্র' বলেও অভিহিত করেন।

জিএইচ/এসজি(এএফপি, এপি, রয়টার্স)

Comments

The Daily Star  | English

Jatiyo Party's office set on fire in Khulna

Protesters vandalised the Jatiyo Party office in Khulna's Dakbangla area last evening

1h ago