৩৮ বছর ধরে পরিবারের সঙ্গে ইফতার করেন না সৌদি নাগরিক আল কুলাইব

৩৮ বছর ধরে সৌদি নাগরিকদের বিনামূল্যে ইফতার খাওয়াচ্ছেন আব্দুলআজিজ আল কুলাইব। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট
৩৮ বছর ধরে সৌদি নাগরিকদের বিনামূল্যে ইফতার খাওয়াচ্ছেন আব্দুলআজিজ আল কুলাইব। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট

এক সৌদি নাগরিক তিন দশকেরও বেশি সময় ধরে নিজ পরিবারের সঙ্গে ইফতার করেন না। পরিবর্তে তিনি বাড়ির বাইরে পথচারীদের জন্য ইফতারের আয়োজন করেন।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।

আবদুলআজিজ আল কুলাইব নামের এই পরোপকারী মানুষটি সৌদি টিভি চ্যানেল আল এখবারিয়াকে জানান, তিনি গত ৩৮ বছর ধরে পথচারীদের জন্য জুবাইল শহরে এই ইফতারের আয়োজন করে আসছেন।

হিজরী ১৪০৭ সালের পর থেকে আমি আমার সন্তানদের সঙ্গে একবারও ইফতার করিনি', যোগ করেন তিনি।

তার এই উদ্যোগে সহায়তা করার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

আল কুলাইবের সন্তানরা জানান, তারা প্রতি বছর উৎসবমুখর পরিবেশে তাদের বাবাকে জুবাইল করনিচে (পাহাড়ের গোড়ায় নির্মিত সড়ক) ইফতার আয়োজনে সহায়তা করেন।

রমজানে সারা বিশ্বের মুসলিমরা দিনভর পানাহারে বিরত থেকে রোজা রাখেন। সূর্যাস্তের সময় ইফতার খেয়ে রোজা ভঙ্গ করেন তারা।

রোজার মাসে সৌদি আরবের নাগরিকদের অনেকেই নিজেদের অর্থ খরচ করে ইফতারের প্যাকেট বিতরণ ও জনসাধারণের জন্য উন্মুক্ত ইফতার আয়োজন করে থাকেন।

সাম্প্রতিক সময়ে সৌদি গণমাধ্যমে এ ধরনের বেশ কয়েকজন পরোপকারী মানুষের নাম-পরিচয় উঠে এসেছে।

১৮ বছর ধরে আল কাসিম প্রদেশের উনাইজাহ শহরের নিজ বাড়িতে গণইফতারের আয়োজনে করে আসছেন এবরাহিম আল তুর্কি।

তিনি আল আরাবিয়া টিভিকে জানান, তিনি তার সরবরাহ করা সব খাবারের আইটেমের জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনুমোদন নিয়েছেন।

তুর্কি জানান, তিনি ও তার পরিবার এই ইফতারের সব খরচ বহন করেন এবং কারও কাছ থেকে দান গ্রহণ করেন না। প্রতিদিন অন্তত ৪৮০ মানুষ এই ইফতারে যোগ দেন। সেখানে বেশ কয়েক ধরনের খাবার পরিবেশন করা হয়।

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

8h ago