বৃহস্পতিবার থেকে সৌদি আরবে রোজা শুরু

টেলিস্কোপের মাধ্যমে রমজান মাসের চাঁদ দেখছেন ইন্দোনেশিয়ার চাঁদ দেখা কমিটির এক কর্মকর্তা। ফাইল ছবি: রয়টার্স
টেলিস্কোপের মাধ্যমে রমজান মাসের চাঁদ দেখছেন ইন্দোনেশিয়ার চাঁদ দেখা কমিটির এক কর্মকর্তা। ফাইল ছবি: রয়টার্স

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আনুষ্ঠানিকভাবে এ বছরের রোজা বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে।

আজ বুধবার সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতেও বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডব্লিউএএম নিশ্চিত করেছে।

সারা বিশ্বের প্রায় ১৮০ কোটি মুসলমান রমজান মাসটি সিয়াম সাধনা ও ইবাদতে কাটান। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ওপর কুরআন শরীফ নাজিল হয়।

রমজান মাসে রোজা রাখা ইসলাম ধর্মের ৫টি মূল ভিত্তির অন্যতম এবং সব স্বাস্থ্যবান মুসলিমের জন্য রোজা রাখা ফরজ।

হাজারো বছর ধরে সারা বিশ্বের মুসলমানরা সন্ধ্যার আকাশে চাঁদ দেখে রমজান মাসের শুরু এবং ২ ঈদের দিন সম্পর্কে নিশ্চিত হয়ে আসছে।

 

Comments

The Daily Star  | English

Awami League govt guilty of gross human rights violations: UN

Coordinated, calculated acts of violence, repression tantamount to crimes against humanity

Now