স্থাস্থ্য ঝুঁকির জেরে কোরিয়ান নুডলস বিক্রি বন্ধ করল ডেনমার্ক

তিন ধরনের নুডলসের বিষয়ে সতর্ক করেছে ডেনমার্কের খাদ্য অধিদপ্তর। ছবি: ডয়চে ভেলে
তিন ধরনের নুডলসের বিষয়ে সতর্ক করেছে ডেনমার্কের খাদ্য অধিদপ্তর। ছবি: ডয়চে ভেলে

দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা তিন ধরনের ইনস্ট্যান্ট নুডলসে অতিরিক্ত ঝাল থাকায় তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে বলে ডেনমার্কের নুডলসপ্রেমীদের সতর্ক করেছে দেশটির খাদ্য অধিদপ্তর।

দক্ষিণ কোরিয়া স্যামিয়াং গ্রুপের এই নুডলসগুলো (রামেন নামেও পরিচিত) সারা বিশ্বে বিক্রি হয়ে থাকে। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি রেকর্ড ১১ কোটি ডলার মুনাফা করেছে।

নুডুলসগুলো হলো বুলডাক স্যামিয়াং থ্রিএক্স স্পাইসি এন্ড হট চিকেন, বুলডাক স্যামিয়াং টুএক্স স্পাইসি এন্ড হট চিকেন ও বুলডাক স্যামিয়াং হট চিকেন স্টিউ।

ডেনমার্কের খাদ্য অধিদপ্তর বলছে, নুডলসগুলোতে ক্যাপসেসিনের মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে । ক্যাপসেসিন হচ্ছে মরিচের একটি সক্রিয় উপাদান ও এক ধরনের রাসায়নিক যৌগ, যা মরিচ খাওয়ার পর পাকস্থলীতে প্রদাহের সৃষ্টি করে। এটা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। 

দোকানে থাকা নুডলসগুলো আর বিক্রি না করার পরামর্শ দিয়েছে ডেনিশ কর্তৃপক্ষ।

শিশুদের স্বাস্থ্যের জন্যও এগুলো বিপজ্জনক হতে পারে বলে মনে করছে তারা। 

স্যামিয়াং কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে তারা তাদের রপ্তানি বাজারের স্থানীয় নিয়মকানুন অনুসরণ করে পণ্যের গুণগত মান উন্নয়ন করার চেষ্টা করবে। 

 

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

8h ago