পুতিনের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন অর্থনীতিবিদ বেলুসভ

বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন ও পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী বেলুসভ। ফাইল ছবি: রুশ তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত
বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন ও পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী বেলুসভ। ফাইল ছবি: রুশ তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট হিসেবে তার পঞ্চম মেয়াদের শুরুতেই চমক দেখালেন। ইউক্রেন যুদ্ধে বিশেষ ভূমিকা পালনকারী সের্গেই শোইগুর বদলে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি এক বেসামরিক অর্থনীতিবিদকে নিয়োগ দিতে যাচ্ছেন। 

গতকাল রোববার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

রুশ পার্লামেন্টের নীতি অনুযায়ী, নতুন সরকারের মেয়াদ শেষে মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেন।

পুতিন সাবেক উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে (৬৫) এই পদের জন্য বেছে নিয়েছেন। সব ঠিক থাকলে খুব শিগগির পুতিনের দীর্ঘদিনের সহযোগী শোইগুর (৬৮) স্থলাভিষিক্ত হবেন এই অর্থনীতি বিশেষজ্ঞ।

পুতিন যুক্তি দিয়েছেন, প্রতিরক্ষা বাজেটের সদ্ব্যবহার ও ইউক্রেন যুদ্ধ জেতার জন্য উদ্ভাবনী মানসিকতার একজন অর্থনীতিবিদের প্রয়োজন।

বিজয় দিবসের মহড়ায় পুতিন ও শোইগু। ফাইল ছবি: রয়টার্স
বিজয় দিবসের মহড়ায় পুতিন ও শোইগু। ফাইল ছবি: রয়টার্স

২০১২ সাল থেকে প্রতিরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন শোইগু। তিনি পুতিনের ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র হিসেবে পরিচিত। নতুন দায়িত্ব হিসেবে তিনি রাশিয়ার ক্ষমতাবান নিরাপত্তা কাউন্সিলের সচিবের দায়িত্ব পালন করবেন। ক্রেমলিন জানিয়েছেন, বর্তমান সচিব নিকোলাই পাতরুশেভের স্থলাভিষিক্ত হবেন তিনি। পাশাপাশি, শোইগু সামরিক-শিল্প কমপ্লেক্সের দায়িত্ব পালন করবেন।

পাতরুশেভকেও নতুন দায়িত্ব দেওয়া হবে। তবে তার নতুন পদ ও দায়িত্ব সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

২০২২ এর ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরুর পর এটাই পুতিনের মন্ত্রিসভায় সবচেয়ে বড় পরিবর্তন। এই উদ্যোগ দেশটির পার্লামেন্টের অনুমোদনের পর বাস্তবায়িত হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া এখন ৮০র দশকের সোভিয়েত ইউনিয়নের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সামরিক খাতের ব্যয়ের সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বয় প্রয়োজন।

পেসকভ ব্যাখ্যা দেন, এ কারণেই পুতিন চেয়েছেন একজন বেসামরিক অর্থনীতিবিদ প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করুক।

'যারা উদ্ভাবনকে স্বাগত জানাবে, তারাই যুদ্ধক্ষেত্রে জয়লাভ করবে', যোগ করেন তিনি।

সাবেক অর্থমন্ত্রী বেলুসভ পুতিনের ঘনিষ্ঠদের অন্যতম। পুতিনের মতো তিনিও বিশ্বাস করেন রাশিয়াকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা প্রয়োজন। তিনি পুতিনের শীর্ষ আমলাদের সঙ্গে কাজ করেছেন এবং নতুন চিন্তাধারা ও উদ্ভাবনী নিয়ে বিশেষ আগ্রহী।

পাশাপাশি, রুশ ড্রোন প্রকল্পে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

সাবেক উপ-প্রধানমন্ত্রী ও ভবিষ্যত প্রতিরক্ষা মন্ত্রী বেলুসভ। ফাইল ছবি: রয়টার্স

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের মাধ্যমে পুতিন প্রতিরক্ষা খাতে ব্যয়ের ওপর তার নজরদারি বাড়িয়েছেন। সম্প্রতি শোইগুর মিত্র ও উপ-প্রতিরক্ষা মন্ত্রীর তিমুর ইভানভের বিরুদ্ধে এক কোটি ১০ লাখ ডলার অর্থ আত্মসাতের অভিযোগ এসেছে।

রুশ সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ তার পদ ধরে রাখতে সমর্থ হয়েছেন। এ ছাড়া কেন্দ্রীয় নিরাপত্তা সেবা প্রধান আলেকজান্ডার বোর্তনিকভ ও বৈদেশিক গোয়েন্দা সেবা প্রধান সের্গেই নারিশকিন তাদের পদে বহাল রয়েছেন।

এর আগে ক্রেমলিন জানিয়েছে, অভিজ্ঞ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে আবারও তার পুরনো পদেই নিয়োগ দেওয়া হয়েছে।

 

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

4h ago