৫৩ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করল রাশিয়া

একটি শার্ক ড্রোনকে মোতায়েনের জন্য প্রস্তুত করছেন দুই ইউক্রেনীয় সেনা। ফাইল ছবি: রয়টার্স
একটি শার্ক ড্রোনকে মোতায়েনের জন্য প্রস্তুত করছেন দুই ইউক্রেনীয় সেনা। ফাইল ছবি: রয়টার্স

রাশিয়া জানিয়েছে, তারা ৫৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এই ড্রোনগুলোর বেশিরভাগই রাশিয়ার দক্ষিণের রোস্তভ অঞ্চলে হামলার উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছিল।

আজ শুক্রবার এই হামলার বিষয়টি জানিয়েছে এএফপি।

রোস্তভ অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের সদরদপ্তরের অবস্থান।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, '৫ এপ্রিল ভোরে ও এর আগের রাত থেকে কিয়েভের শাসকগোষ্ঠী ড্রোনের মাধ্যমে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে, যার সবগুলোই ব্যর্থ হয়েছে।'

একটি ড্রোনকে মোতায়েনের জন্য প্রস্তুত করছেন এক ইউক্রেনীয় সেনা। ফাইল ছবি: রয়টার্স
একটি ড্রোনকে মোতায়েনের জন্য প্রস্তুত করছেন এক ইউক্রেনীয় সেনা। ফাইল ছবি: রয়টার্স

মন্ত্রণালয় জানায়, রোস্তভ অঞ্চলে ৪৪টি ড্রোন ধ্বংস ও ভূপাতিত করা হয়। বাকিগুলো অন্যান্য এলাকায় ধ্বংস হয়।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে রাশিয়া। রুশদের ভাষায়, এই বিশেষ সামরিক অভিযানের সদর দপ্তর এ অঞ্চলের মূল শহর রোস্তভ-অন-ডনে অবস্থিত।

মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক, বেলগোরদ ও ক্রাসদোনার অঞ্চলও আক্রান্ত হয়।

ক্রেমলিন সমর্থিত ভাড়াটে সেনার দল ভাগনার গত জুনে বিদ্রোহ করে সাময়িক ভাবে এই সদরদপ্তরটি দখল করে নিয়েছিল। পরবর্তীতে তাদের বিদ্রোহ দমন করা হয় এবং রহস্যজনকভাবে প্রাণ হারান দলটির নেতা ইয়েভগেনি প্রিগোঝিন।

Comments

The Daily Star  | English

Curfew in Gopalganj from 8:00pm

It will be in effect until 6:00pm tomorrow

31m ago