কেনিয়ার নদীতে বাঁধ ভেঙে অন্তত ৪২ জনের মৃত্যু

ভারী বৃষ্টিপাত ও বন্যায় কেনিয়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি: রয়টারস
ভারী বৃষ্টিপাত ও বন্যায় কেনিয়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ছবি: রয়টারস

কেনিয়ার রিফট ভ্যালির এক শহরের কাছে নদীর বাঁধ ভেঙে অন্তত ৪২ জন মারা গেছেন। চলতি বর্ষা মৌসুমে দেশটিতে অন্যান্য বছরের তুলনায় বেশি বৃষ্টিপাত ও বন্যার প্রকোপ দেখা দিয়েছে।

আজ সোমবার স্থানীয় গভর্নরের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে।

নাকুরু কাউন্টির মাই মাহিউর কাছে অবস্থিত এই বাঁধ ভেঙে পড়লে অসংখ্য বাড়ি ভেসে যায় এবং একটি সড়কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। উদ্ধারকর্মীরা ভাঙা পাথরের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

নাকুরুর গভর্নর সুসান কিহিকা বলেন, 'খুব কম করে বললেও অন্তত ৪২ জন প্রাণ হারিয়েছেন। আরও অনেকে কাদায় আঁটকে আছেন। আমরা তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।'

সোমবারের নিহতদের সহ মার্চ-মে বর্ষা মৌসুমে মোট মৃতের সংখ্যা ১২০ ছাড়িয়েছে। এ বছরের বর্ষা মৌসুমে পূর্ব আফ্রিকায় নজিরবিহীন বৃষ্টিপাত হচ্ছে, যার জন্য এল নিনো আবহাওয়া দায়ী।

আকস্মিক বন্যায় কেনিয়ায় বিভিন্ন সড়ক ও মহল্লা নিমজ্জিত হয়েছে। যার ফলে ২৪ হাজার বাড়ির অন্তত এক লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আগামী ৬ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী এজেকিয়েল মাচোগু।

এল নিনো একটি জলবায়ু ধরন যার সঙ্গে সারা বিশ্বে উষ্ণতার বৃদ্ধির যোগসূত্র রয়েছে। এল নিনোর প্রভাবে বিশ্বের অনেক দেশে খরা ও অন্যান্য জায়গায় ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে।

জাতিসংঘের জলবায়ু সংস্থা মার্চে বলেছে, এবারের এল নিনো মানব ইতিহাসের সবচেয়ে প্রবল পাঁচ এল নিনোর অন্যতম।

Comments

The Daily Star  | English

Economy poised to encounter substantial hurdles in H2 of FY25: BB

Despite various monetary and fiscal tightening measures, inflation has remained persistently high, staying above 10 percent

3h ago