থাইল্যান্ডে ভারী বৃষ্টিপাত,আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত ২২

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। ছবি: এএফপি
থাইল্যান্ডের উত্তরাঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। ছবি: এএফপি

থাইল্যান্ডে ভারী মৌসুমি বৃষ্টির পর আকস্মিক বন্যা দেখা দিলে ২২ ব্যক্তির প্রাণহানি হয়েছে।

আজ সোমবার কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

এ সপ্তাহে বন্যার প্রকোপ আরও বাড়তে পারে বলে হুশিয়ারি দিয়েছেন দুর্যোগ কর্মকর্তারা।

এক বিবৃতিতে দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকার বিভাগ জানিয়েছে, গত ১০ দিনে ১৩ প্রদেশ জুড়ে আরও ১৯ ব্যক্তি আহত হয়েছেন। বন্যা কবলিত হয়েছে ৩০ হাজার পরিবার।

জনপ্রিয় থাই পর্যটনকেন্দ্র ফুকেটের এক আবাসিক এলাকায় ভূমিধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ১০জন। তাদের মধ্যে এক রুশ দম্পতিও আছে।

থাইল্যান্ডের উত্তর ও উত্তর-পশ্চিমের ৩১ প্রদেশে বৃহস্পতিবার নাগাদ আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে হুশিয়ার করেছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

স্থানীয় কর্তৃপক্ষ রাজধানী ব্যাংককের শহরতলী ও নদীর তীরে বসবাসরত মানুষদের উঁচু জায়গায় সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।

থাইল্যান্ডে মৌসুমি বৃষ্টি স্বাভাবিক ঘটনা হলেও জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময়ে আরও নিয়মিত বিধ্বংসী বন্যা দেখা দিচ্ছে বলে বিশ্লেষকরা মত দেন।

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

7h ago