হামাসকে নির্মূল করা সম্ভব না: আইডিএফ মুখপাত্র

হামাস
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান মুখপাত্র দানিয়েল হ্যাগারি। ছবি: এএফপি ফাইল ফটো

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূল করার যে লক্ষ্য নিয়ে ইসরায়েলি বাহিনী গাজায় গত আট মাস ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান মুখপাত্র দানিয়েল হ্যাগারি।

গতকাল বুধবার টাইমস অব ইসরায়েল জানায়, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের এমন মন্তব্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে টানাপড়েন আরও বাড়িয়ে দেবে।

সংবাদ প্রতিবেদনে জানানো হয়, আইডিএফ মুখপাত্র দেশটির টেলিভিশন চ্যানেল থার্টিন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'হামাসকে ধ্বংস করা বা নিশ্চিহ্ন করার চেষ্টা—এক কথায় বলতে গেলে তা জনগণের চোখে ধুলো দেওয়ার মতো।'

তার ভাষ্য, 'হামাস একটি আদর্শ। হামাস একটি দল। এর অবস্থান জনগণের হৃদয়ে—যারাই মনে করেন আমরা হামাসকে নির্মূল করতে পারি তারা ভুল করছেন।'

তিনি সতর্ক করে বলেন, 'ইসরায়েলি সরকার যদি বিকল্প না পায় তাহলে হামাস গাজায় থেকে যাবে।'

আইডিএফ মুখপাত্রের এমন মন্তব্যের জেরে নেতানিয়াহুর কার্যালয় এক বার্তায় জানিয়েছে—'যুদ্ধকালীন মন্ত্রিসভা হামাসের সামরিক ও দেশ চালানোর সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে। প্রতিরক্ষা বাহিনীর কাজ সেই লক্ষ্য বাস্তবায়ন করা।'

আইডিএফ মুখপাত্রের কার্যালয় এক বার্তায় বলেছে, সামরিক বাহিনী সরকারের যুদ্ধের লক্ষ্য পূরণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আইডিএফ মুখপাত্র 'হামাসের মতাদর্শ' নিয়ে কথা বলেছেন।

এর বাইরে কেউ কিছু ভাবলে তা সেই সাক্ষাৎকারের ভুল ব্যাখ্যা হবে বলেও বার্তায় মন্তব্য করা হয়।

Comments

The Daily Star  | English

All 64 DCs protest deputy secy promotion proposal

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

9m ago