আরও ২৪ ঘণ্টা বাড়ল ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি
ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন বেড়েছে। শুরুতে কাতারের মধ্যস্থতায় চার দিনের বিরতিতে দুই পক্ষ সম্মত হলেও আলোচনার ভিত্তিতে সপ্তম দিন পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হলো।
আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এটি বাড়ানো হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী আজ জানিয়েছে, 'মধ্যস্থতাকারীদের জিম্মি মুক্তির প্রক্রিয়া অব্যাহত রাখার উদ্যোগ ও চুক্তির শর্ত মেনে চলার' শর্তে গাজা উপত্যকার যুদ্ধে সাময়িক বিরতি অব্যাহত থাকবে।
এক পৃথক বিবৃতিতে হামাস জানিয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আরও একদিন বাড়াতে সম্মত হয়েছে উভয় পক্ষ।
হামাস জানায়, ২৪ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে।
এই চুক্তির মধ্যস্থতা করছে কাতার। দেশটি জানায়, আগের শর্তেই যুদ্ধবিরতির মেয়াদ একদিন বেড়েছে।
অর্থাৎ, সপ্তম দিনেও হামাসকে ১০ ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে হবে এবং বিপরীতে, ইসরায়েলকেও ৩০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দিতে হবে।
বৃহস্পতিবার মুক্তি পেতে যাওয়া ১০ ইসরায়েলির প্রস্তাবিত তালিকার বিষয়ে হামাসের সঙ্গে একমত হতে পারছিল না ইসরায়েল। যার ফলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে সংশয় দেখা দেয়।
তবে অবশেষে দুই পক্ষ একমত হয়ে টানা ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
Comments