শুক্রবারের আগে গাজায় যুদ্ধবিরতি-বন্দি বিনিময় শুরু হচ্ছে না

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়টি শুক্রবার পর্যন্ত পিছিয়ে গেছে।
গাজায় যুদ্ধবিরতি
উত্তর গাজায় ইসরায়েলি সেনা। ২২ নভেম্বর ২০২৩। ছবি: রয়টার্স

আশা করা হয়েছিল চুক্তি হওয়ার ঘোষণার পর থেকেই গাজায় শুরু হয়ে যাবে যুদ্ধবিরতি। সেই সঙ্গে একে একে মুক্তি পেতে থাকবেন ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দিরা।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, আগামীকাল শুক্রবারের আগে কোনকিছুরই সম্ভাবনা নেই।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়টি শুক্রবার পর্যন্ত পিছিয়ে গেছে।

তবে পিছিয়ে যাওয়া কারণ সংবাদমাধ্যমগুলোয় নিশ্চিত করে বলা হয়নি।

সংশ্লিষ্ট এক ইসরায়েলি কর্মকর্তা সিএনএন'কে জানান, বিষয়টিকে অত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়, গাজা জিম্মি চুক্তিকে আইনগতভাবে চ্যালেঞ্জ করা হলে ইসরায়েলের সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।

গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চুক্তির বিষয়ে বলেন, জিম্মিদের বিনিময়ে 'ঘাতকদের' মুক্তি দেওয়া হবে না।

গত রাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিন ওয়াটসন এক বার্তায় বলেন, বাইডেন প্রশাসন আশা করছে শুক্রবার সকাল থেকে জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আশা করা হচ্ছিল আজ থেকে অন্তত যুদ্ধ বন্ধ হতে পারে। কিন্তু, ইসরায়েলি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, না, এটিও পিছিয়ে গেছে।

Comments