গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে, আহত ৩২ হাজার

গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় ধ্বংসযজ্ঞ। ছবি: এএফপি

গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, গত ৮ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট ৯ হাজার ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ৩ হাজার ৭৬০। হামলায় আহতদের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়ে গেছে।

আজ গাজায় একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। জাবালিয়া শিবিরে বিমান হামলায় অন্তত ১৯৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। জাবালিয়া গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবির।

হামাস জানায়, জাবালিয়ায় গত দুই দিন ধরে বোমা বর্ষণ করছে ইসরায়েল। দুই দিনে সেখানে হতাহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ হামলায় ধ্বংসস্তূপের মধ্যে ১২০ জন চাপা পড়েছেন বলেও জানানো হয়।

গত ৮ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস যোদ্ধাদের হামলার পর থেকে গাজায় ব্যাপক বিমান হামলা চালছে। ইসরায়েলের অবরোধের কারণে সেখানে খাদ্য, পানীয়, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি সংকটে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা একে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করছে।

Comments

The Daily Star  | English

Container service links Ctg to Karachi

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

3h ago