৮০ শতাংশ ইসরায়েলি নেতানিয়াহুকে চান না: জরিপ

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলে বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলে বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

ইসরায়েলি দৈনিক পত্রিকা মারিভ'র উদ্যোগে পরিচালিত এক জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকা উচিত না।

আজ শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, জরিপে অংশ নেওয়া ৬৫ শতাংশ ইসরায়েলি গাজায় স্থল হামলার বিষয়টি সমর্থন করেন। আর ২১ শতাংশ অংশগ্রহণকারী এর বিপক্ষে মত দিয়েছেন।

জরিপের ৮০ শতাংশ অংশগ্রহণকারীর ভাষ্য, বেনিয়ামিন নেতানিয়াহুর ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নেওয়া উচিত। এদের মধ্যে ৬৯ শতাংশ জানান, সর্বশেষ নির্বাচনে তারা নেতানিয়াহুর দল লিকুদ পার্টিকে ভোট দিয়েছিলেন।

এ প্রসঙ্গে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার সাংবাদিক অ্যালান ফিশার বলেন, 'জরিপে নেতানিয়াহুর জন্য কোনো ভালো খবর নেই। তিনি বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করে নিজেকে একজন বৈশ্বিক রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপনের চেষ্টা করলেও ইসরায়েলের জনগণ মনে করছে নেতানিয়াহুর বিদায় নেওয়া উচিত।'

জরিপ থেকে আরও জানা গেছে, ৫১ শতাংশ ইসরায়েলি লেবাননের সঙ্গে উত্তরের সীমান্তেও বড় আকারের সামরিক অভিযানের পক্ষে মত দেন।

গত ১৮ ও ১৯ অক্টোবর মারিভ'র হয়ে এই জরিপটি পরিচালনা করে লাজার ইনস্টিটিউট। সহায়তা দেয় প্যানেলফরঅল। এতে মোট অংশ নেন ৫১০ জন।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago