পশ্চিম তীরে বিমান হামলা চালাল ইসরায়েল, দক্ষিণ লেবানন থেকে রকেট ছুড়ল হামাস

অধিকৃত পশ্চিম তীরের নূর শামস শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের বিমান হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। ছবি: এপির সৌজন্যে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা বোমাবর্ষণের পাশাপাশি এবার অধিকৃত পশ্চিম তীরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

আজ বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, বুধবার রাতে পশ্চিম তীরের নূর শামস ক্যাম্পে একটি সশস্ত্র সন্ত্রাসী স্কোয়াডকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত ১০ জন 'পলাতক সন্দেভাজনকে' আটক এবং বেশ কিছু বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করেছে। এ ছাড়া, বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়েছে এবং সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর দিকে বিস্ফোরক ডিভাইসও ছুড়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই এলাকায় ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিবিসি বলছে, পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলার ঘটনা বিরল, যদিও এ বছরের শুরুতে জেনিনে একটি সামরিক অভিযানে হেলিকপ্টার এবং ড্রোন হামলা চালানো হয়েছিল।

অপরদিকে, গাজার পর এবার দক্ষিণ লেবানন থেকেও ইসরায়েলকে নিশানা করে রকেট হামলা চালানোর কথা জানিয়েছে হামাস।

হামাসের সামরিক শাখা এক টেলিগ্রাম পোস্টে জানায়, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলকে নিশানা করে তারা ৩০টি রকেট ছুড়েছে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

5h ago