গাজায় ‘যুদ্ধাপরাধ’ বন্ধ করতে ইসরায়েলকে ইরানের সতর্কতা

জাবালিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবন। ছবি: এএফপি

অবিলম্বে গাজায় 'যুদ্ধাপরাধ' বন্ধ করার জন্য ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। অন্যথায় ইসরায়েলকে প্রতিরোধের 'বিশাল ভূমিকম্পে'র মধ্যে পড়তে হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

আজ শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য মতে, শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় গাজায় নারী ও শিশুসহ অন্তত ৩২০ জন নিহত হয়েছেন।

গাজার উত্তরাঞ্চলের প্রায় ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণাঞ্চলে সরে যেতে বলার একদিন পরই সেখানে বোমাবর্ষণ করতে থাকায় গাজায় নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই গাজায় বিমান হামলা করে যাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত গাজায় অন্তত ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত এবং ৮ হাজার ৭১৪ জন আহত হয়েছে।

হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৩০০ জন এবং আহত ৩ হাজার ৪০০ জনের বেশি।

এ ছড়াও অধিকৃত পশ্চিম তীরে গত এক সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে এক হাজারেরও বেশি। পাশাপাশি শতাধিক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে৷

হিজবুল্লাহকে ইসরায়েলের সতর্কতা

ইসরায়েল-হামাস যুদ্ধ থেকে লেবাননের হিজবুল্লাহকে দূরে থাকার বিষয়ে সতর্ক করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি বলেছেন, 'আমরা আশা করি হিজবুল্লাহ প্রকৃতপক্ষে লেবাননের ধ্বংস ডেকে আনবে না। কারণ, সেখানে যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি কম হবে না।'

তিনি বলেন, ইসরায়েল গাজায় যুদ্ধের দিকে মনোনিবেশ করছে এবং 'দুদিকে যুদ্ধে না যাওয়ার চেষ্টা করছে'।

 

Comments