ইসরায়েল থেকে ফিরলেন ২০০ ভারতীয় নাগরিক
ইসরায়েল থেকে একটি চার্টার্ড প্লেনে করে ২০০ ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন।
আজ শুক্রবার সকালে তারা নয়াদিল্লিতে অবতরণ করেন বলে জানিয়েছেন দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা।
সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মাঝে দেশে ফিরে আসতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে নয়াদিল্লি 'অপারেশন অজয়' নামে একটি উদ্যোগ শুরু করেছে।
কেন্দ্রীয় মন্ত্রী রাজিব চন্দ্রশেখর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েল-ফেরত নাগরিকদের স্বাগত জানান।
#OperationAjay gets underway.
212 citizens onboard the flight are enroute New Delhi. pic.twitter.com/fGSAYiXbBA
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 12, 2023
তাদের ফিরে আসা নিয়ে এক্সে বার্তা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
উচ্চ শিক্ষা নিতে ইসরায়েলে গিয়েছিলেন শুভাম কুমার। তিনি বলেন, 'আমরা দেশের (ভারতের) কাছে কৃতজ্ঞ। বেশিরভাগ শিক্ষার্থী আতংকের মাঝে দিন কাটাচ্ছিলেন। আমরা ভারতের দূতাবাসের কাছ থেকে বার্তা পাই, যা আমাদের মনোবল বাড়ায়। আমাদের মনে হয়, দূতাবাস আমাদের পাশেই আছে, যা স্বস্তিদায়ক।'
ধারণা করা হয়, ইসরায়েলে ১৮ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। পশ্চিম তীরে প্রায় ১২ জন ও গাজায় ৩ থেকে ৪ জন ভারতীয় অবস্থান করছেন বলেও জানা গেছেন।
Comments