মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ ২৪ রোহিঙ্গা উদ্ধার

উদ্ধারকৃত রোহিঙ্গারা। ছবি: সংগৃহীত

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজার জেলার টেকনাফের উপকূলীয় এলাকা থেকে নারী ও শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার ভোররাত ১২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. মশিউর রহমান জানান, উদ্ধারকৃত রোহিঙ্গাদের মধ্যে ছয়জন শিশু, ছয়জন নারী ও ১২ জন পুরুষ রয়েছেন। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

মশিউর রহমান বলেন, 'টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে বেশ কিছু অপরিচিত মানুষের আনাগোনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচজন কৌশলে পালিয়ে যায়। এ সময় পাহাড়ের ঝোপ-জঙ্গলে জড়ো অবস্থায় ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।'

তিনি বলেন, 'উদ্ধারকৃত রোহিঙ্গারা জানিয়েছেন যে তাদেরকে সাগরপথে ট্রলারযোগে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা হয়েছিল। রাতের যেকোনো সময় তাদের ট্রলারে তুলে দেওয়ার কথা ছিল।'

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক উদ্ধারকৃতদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মশিউর রহমান।

Comments

The Daily Star  | English

White paper on economy to be submitted on Sunday: Debapriya

The outcomes of the white paper will also be shared with the media on Monday

1h ago