চট্টগ্রাম বন্দরে 'বাংলার সৌরভ' জাহাজে আগুনে একজনের মৃত্যু

গত রাতে আগুন লাগা জাহাজটিতে সর্বমোট ৪৮ জন ছিলেন। এদের মধ্যে ৪৬ জনকে উদ্ধার করা হয়। দুই জন নিজেরাই সাঁতরে পাড়ে উঠে আসেন।
আগুনে পুড়ছে তেলবাহী জাহাজ 'বাংলার সৌরভ'। ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন তেলবাহী 'বাংলার সৌরভ' জাহাজে আগুনে একজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেনেন্ট শাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাতে আগুন লাগা জাহাজটিতে সর্বমোট ৪৮ জন ছিলেন। এদের মধ্যে ৪৬ জনকে উদ্ধার করা হয়। দুই জন নিজেরাই সাঁতরে পাড়ে উঠে আসেন।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বাংলার সৌরভে আগুন লাগে।

উদ্ধার তৎপরতা সম্পর্কে ওই কোস্টগার্ড কর্মকর্তা বলেন, আগুন লাগার পর টাগবোট দিয়ে ২৪ জনকে উদ্ধার করা হয়। জাহাজের অন্যরা সাগরে ঝাঁপ দেন। তাদেরকে নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকারীরা জাহাজে তোলেন। একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে পাওয়া যায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানান।

তিনি আরও বলেন, মারা যাওয়া সাদেক মিয়া (৫৯) 'বাংলার সৌরভ' জাহাজের জেনারেল স্টুয়ার্ড ছিলেন। তার বাড়ি নোয়াখলীতে।  

উল্লেখ্য, বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানায় 'বাংলার জ্যোতি' ও 'বাংলার সৌরভ' নামে তেলবাহী দুটি জাহাজ রয়েছে। এগুলো সাগরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে পৌঁছানোর কাজ করে।

গত ৩০ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে বন্দরের ডলফিন জেটিতে 'বাংলার জ্যোতি'-তে বিস্ফোরণের পর আগুন লাগে। ওই ঘটনায় তিন জন মারা যান।

 

Comments