চট্টগ্রামে স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে বন্দরনগরী চট্টগ্রামে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করে এসপেরিয়া হেলথ কেয়ার।
সেমিনারে স্তন ক্যান্সার নিয়ে মূল আলোচনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ফাহমিদা আলম।
প্যানেল ডিসকাশনে অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলী আজগর চৌধুরী এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুর রব।
এতে মডারেটর ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক নাজমুল আলম।
বক্তারা জানান, স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি লাখে ১৫ জন নারী মারা যান। প্রতি আট জনে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। এই ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
বক্তারা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে স্তন ক্যান্সারের লক্ষণ, পরিসংখ্যান ও করণীয় তুলে ধরেন। শিক্ষার্থীদের বিনামূল্যে ব্রেস্ট স্ক্রিনিং সেবা দেয় এসপেরিয়া হেলথ কেয়ার।
Comments