পাহাড় ধসের আশঙ্কা, ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরে যেতে মাইকিং

চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ছবি: সংগৃহীত

টানা বৃষ্টির কারণে ধসের আশঙ্কা তৈরি হওয়ায় চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন।

আজ শনিবার সকাল থেকে আকবর শাহ, কাট্টলী, লালখানবাজারসহ বেশকিছু এলাকায় এ বিষয়ে মাইকিং করা হয়েছে।

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাহাড়গুলোতে অবৈধভাবে অনেকে বসবাস করেন। তাদেরকে সরিয়ে নিতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। নগরে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।'

চট্টগ্রামের খুলশী, পাহাড়তলি, ফয়েজ লেক, আকবর শাহ এলাকার ঝিল-১, ২, ৩ নং এলাকা, জিয়া নগর, মধ্যম নগর, মুজিব নগর, শান্তিনগর, কৈবল্যধাম বিশ্বকলোনী এলাকা, ফিরোজ শাহ এলাকা, মতিঝর্ণা, বাটালি হিল, এ কে খান পাহাড়, টাংকির পাহাড়, আমিন জুট মিলস এলাকা, রউফাবাদ, ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট এলাকা, বায়েজিদ-ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকার পাহাড়গুলোতে অনেকেই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন।

 

Comments