চট্টগ্রাম শিল্পকলায় ২ দিনব্যাপী একক চিত্র ও কারুকলা প্রদর্শনী

একক চিত্র ও কারুকলা প্রদর্শনী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে তরুণ শিল্পী নানজিবা নাওয়ারের ২ দিনব্যাপী একক চিত্র ও কারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। 

আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২২ সালের বাংলা একাডেমি সাহিত্য পদকপ্রাপ্ত আলম খোরশেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন সিকদার, মাসিক চাটগা ডাইজেস্টের সম্পাদক সিরাজুল করিম মানিক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর জয়নাব বেগম। 

ডা. আবদুল্লাহ আবু সাঈদ ও ডা. রুমনা রশিদের মেয়ে নানজিবা নাওয়ার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। 

প্রদর্শনীতে এই তরুণ শিল্পীর ৮০টি চিত্র ও কারুকলা স্থান পেয়েছে।

Comments