হবিগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষে নিহত ১

আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে হবিগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে রিপন শীল (২৭) নামে একজন নিহত হয়েছেন। একইসঙ্গে গুলিবিদ্ধসহ সংঘর্ষে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

রোববার এই ঘটনা ঘটে।

নিহত রিপন হবিগঞ্জ শহরে আনন্তপুর এলাকায় রতন শীলের ছেলে।

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল মোমিন উদ্দিন চৌধুরী রাত ৮টায় বলেন, সংঘর্ষে আহত রিপনকে হাসপাতালে আনা হয়েছিল। পরে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা সদরের টাউন হল রোডে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করলে বিকেল সোয়া ৫টা পর্যন্ত আন্দোলনকারীরা টাউন হল রোডে সংসদ সদস্য আবু জাহির ও সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বাসা ঘেরাও করে ইটপাটকেল ছোড়েন। মজিদ খানের বাসার সামনের গ্যারেজে আগুন দেওয়া হয় এবং পাশের দোকান, মোটরসাইকেল, প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশাসহ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সমন্বয়ক আনাস মোহাম্মদ রাত ১০টার দিকে ডেইলি স্টারকে জানান, বর্তমানে এমপি আবু জাহিরের বাসায় এলাকার বর্তমানে আন্দোলনকারী এবং আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ সদস্যরা আছেন। আবু জাহিরকে তার বাসা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

Comments