পটুয়াখালীতে পুলিশবক্স ভাংচুর, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক, পটুয়াখালী, কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন,
ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: সোহরাব হোসেন/স্টার

পটুয়াখালীর ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

এ সময় তারা শহরের চৌরাস্তা এলাকার ট্রাফিক পুলিশবক্স ভাঙচুর করে।

আজ রোববার সকাল ১০টায় পটুয়াখালী পৌর শহরের চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

তারা পুলিশ বক্স ভাঙচুর করে তারা। আন্দোলনকারীরা পটুয়াখালী চৌরাস্তায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নিরাপদ দূরত্বে অবস্থান নিতে দেখা যায়।

দ্য ডেইলি স্টারের পটুয়াখালী সংবাদদাতা জানিয়েছেন, সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষোভস্থলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদেরও দেখা গেছে।

পুলিশ বক্স ভাঙচুরের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির সংবাদকর্মী আহসানুল কবির রিপন আহত হয়েছেন। তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

51m ago