শিক্ষার্থীদের আন্দোলনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৬২৬ শিক্ষকের সংহতি

সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের ৬২৬ শিক্ষক।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সংহতি জানান তারা।

এতে বলা হয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাম্প্রতিক সহিংসতায় গভীরভাবে মর্মাহত, যা গুরুতর আঘাত এবং মর্মান্তিক প্রাণহানির কারণ হয়েছে। এই ভয়াবহ অবিচার উপেক্ষা করা সম্ভব নয় এবং দায়ী ব্যক্তি এবং গোষ্ঠীদের তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে।

শিক্ষক হিসেবে আমরা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ছাত্রদের শান্তিপূর্ণ এবং বৈধ প্রতিবাদের অধিকার সমর্থন করি। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখছি যে, এই অধিকার রক্ষা হয়নি। অনেক ছাত্র এখনো হয়রানির সম্মুখীন হচ্ছে, এই বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত বিচলিত।

বিবৃতিতে বলা হয়, আমরা এসব ঘটনার ফলে ছাত্রদের শিক্ষাজীবনে যেভাবে বিঘ্ন ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন এবং শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও জাতির ওপর সাম্প্রতিক ঘটনাবলির দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আতঙ্কিত।

আমরা আমাদের ছাত্রসমাজ, তাদের পরিবার এবং এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে আন্তরিক সংহতি জানাই। বর্তমান সংকট অর্থবহ সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে এবং স্থিতিশীলতা ও ন্যায়বিচার পুনরুদ্ধারের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

Comments

The Daily Star  | English

Bangladesh lost over Tk 226,000cr for tax evasion: CPD

CPD estimated that around 50 percent of this amount has been lost to corporate tax evasion.

53m ago