ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশ
বেলগ্রেড ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (ডব্লিউইউডিসি) ২০২২ এর ওপেন ফাইনাল জিতেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 'ব্র্যাক এ' দলের সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল।
ডব্লিউইউডিসিকে 'বিতর্কের বিশ্বকাপ' বলা হয়। সাজিদ ও সৌরদীপের দলই বাংলাদেশের প্রথম দল, যারা এই বর্ণাঢ্য ইভেন্টের ফাইনালে উঠেছে।
ফাইনালের আগে টুর্নামেন্টের প্রাথমিক রাউন্ডে সাজিদ ও সৌরদীপ ওপেন ক্যাটাগরিতে পঞ্চম স্থানে ছিলেন। এটি বাংলাদেশি কোনো দলের আগের রেকর্ড ভেঙে দিয়েছে। যদিও ওই রেকর্ড এই জুটিরই দখলে ছিল।
ফাইনালে সাজিদ ও সৌরদীপের দল মুখোমুখি হয় প্রিন্সটন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং অ্যাতেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটির। ফাইনাল বেলগ্রেড ডব্লিউইউডিসি লাইভ সিট্রমস ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করা হয়।
Comments