ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভেতরেও টিয়ারশেল, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভেতরেও টিয়ারশেল, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

কোটা সংস্কার আন্দোলনের দাবিতে আন্দোলনরত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আজ বৃহস্পতিবার সকালে ঢাকার বাড্ডা এলাকায় পুলিশের সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে এবং তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

সংঘর্ষে পুলিশের টিয়ারশেলের জবাবে ইট-পাটকেল নিক্ষেপ করেন শিক্ষার্থীরা।

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করেছে এবং রামপুরায় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়েছে।

এই সংঘর্ষ পরবর্তীতে ছড়িয়ে পরে রামপুরা ব্রিজ পর্যন্ত। সেখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে রাস্তায় নেমে আসে। পুলিশ তাদের বাধা দিতে গেলে সংঘর্ষ বেধে যায়।

পরে শিক্ষার্থীরা একত্রিত হয়ে পুলিশ সদস্যদের ধাওয়া দেন।

যোগাযোগ করা হলে বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করায় তিনি বিস্তারিত কিছু বলতে পারছেন না।

Comments

The Daily Star  | English

Internal democracy still a mirage

With their mass rallies and processions, slogans and posters echoing the will of their electorate, Bangladesh’s political parties project an air of vibrant democracy on the surface.

6h ago