শহীদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড

শেষ খবর অনুযায়ী, ৬টা ৪০ মিনিট পর্যন্ত পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলছিল।
ছবি: শাহীন মোল্লা/স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ।

আজ বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক এই তথ্য জানান।

তিনি বলেন, বিকেলে কিছু শিক্ষার্থী শহীদুল্লাহ হলের সামনে জড়ো হন। পরে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে শুরু করেন। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

শেষ খবর অনুযায়ী, ৬টা ৪০ মিনিট পর্যন্ত পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলছিল।

Comments

The Daily Star  | English

Protests over hsc results: Dhaka Board chairman to quit

Amid demonstrations demanding reassessment of HSC graders by a group of students, Dhaka Board Chairman Prof Tapan Kumar Sarkar announced his resignation yesterday.

3h ago