‘মোটরসাইকেল চালকদের হেলমেট কেড়ে নেয় ছাত্রলীগ’

মঙ্গলবার দুপুর থেকেই রাজধানীর কয়েকটি এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া, হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় সায়েন্স ল্যাব এলাকা।
হেলমেট পরে লাঠিসোঁটা হাতে আন্দোলনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ঢাকা কলেজ ও শাহবাগ এলাকা দিয়ে যারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন তাদের কাছ থেকে হেলমেট কেড়ে নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সায়েন্স ল্যাব এলাকা থেকে একজন প্রত্যক্ষদর্শী ডেইলি স্টারকে বলেন, সাধারণ মানুষ যারা মোটরসাইকেল নিয়ে কাজে বেরিয়েছিল তাদের কাছ থেকে জোর করে হেলমেট কেড়ে নিয়ে যায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তাদের হাতে লাঠিসোঁটা ছিল। আরোহীদের কাছ থেকে হেলমেট কেড়ে নিয়ে তারা নিজেরাই সেগুলো পরে নেন। তারপর আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ান।
'ওই এলাকা দিয়ে যাওয়া প্রতিটি মোটরসাইকেল চালক, যাত্রীদের হুমকি-ধামকি দিয়ে জোর করে হেলমেট ছিনিয়ে নেওয়া হয়েছে,' বলেন তিনি।
একই ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়ও।
আজ দুপুরে টিএসসিতে ছাত্রলীগের সমাবেশের ছবি তুলতে যাওয়া এক আলোকচিত্রী ডেইলি স্টারকে বলেন, 'আমিসহ কয়েকজন সাংবাদিককে থামিয়ে তারা মাথা থেকে হেলমেট খুলে নেওয়ার চেষ্টা করে। তারা আমাকে জানায়, নিরাপত্তার জন্য তাদের হেলমেট প্রয়োজন। আমি তাদেরকে বলেছি, "আপনাকে হেলমেট দিলে আমার নিরাপত্তার কী হবে?" পরে তারা আমাকে ছেড়ে দেয়।'
মঙ্গলবার দুপুরের পর ঢাকার বেশ কয়েকটি এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে কয়েকশ মানুষ আহত হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রাত ১১টা পর্যন্ত সংঘর্ষে ছয়জন নিহতের খবর পাওয়া গেছে।
Comments