বিক্ষোভকারীদের হামলায় ঢাবির সহকারী প্রক্টর আব্দুল মুহিত আহত

সহকারী প্রক্টর আবদুল মুহিতকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়। ছবি: প্রথম আলোর সৌজন্যে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আব্দুল মুহিত আহত হয়েছেন।

পায়ে গুরুতর আঘাত পাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রক্টরিয়াল টিমের সদস্যরা শহীদ মিনার এলাকা থেকে শিক্ষার্থী ও বহিরাগতদের চলে যাওয়ার জন্য লাউড স্পিকারে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বিক্ষোভকারীরা 'ভুয়া ভুয়া' স্লোগান দিয়ে প্রক্টরিয়াল টিমের ওপর হামলা চালায়।

ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, প্রক্টরিয়াল টিমের সদস্যরা সেখান থেকে সরে যাওয়ার সময় পেছন থেকে বিক্ষোভকারীদের দুজন তাদের ওপর হামলা চালান। এ সময় ফার্মেসি বিভাগের অধ্যাপক আব্দুল মুহিত পায়ে আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Comments

The Daily Star  | English

India’s fencing along border ‘unauthorised’

Dhaka has told New Delhi that such activities will hurt bilateral ties

11h ago