৩ মামলায় আইভীর জামিন নামঞ্জুর

সেলিনা হায়াৎ আইভী
সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের তিন মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি হয়।

শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ জামিন আবেদন নামঞ্জুর করেন বলে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক নয়ন।

এই তিন মামলা হলো-সিদ্ধিরগঞ্জ থানার পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলা, রিকশাচালক মো. তুহিন হত্যা মামলা এবং হকার নাদিম হত্যাচেষ্টা মামলা।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, 'সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে তিনবারের নির্বাচিত মেয়র। বিগত ২১ বছর ধরে মেয়র থাকা অবস্থায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে আইভীর বিরুদ্ধে থানায় একটি জিডি পর্যন্তও হয়নি। আন্দোলনে হতাহতের ঘটনায় যে তিনটি মামলায় তাকে আসামি করা হয়েছে, তাতেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তাই ন্যায়বিচারের স্বার্থে এই মামলায় জামিন পাওয়াটা তার অধিকার ছিল।'

নিম্ন আদালতের এ আদেশের পর তারা উচ্চ আদালতে যাবেন বলেও জানান এ আইনজীবী।

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট দেশের বাকি সিটি করপোরেশনগুলোর মতো মেয়র আইভীকেও অপসারণ করা হয়। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগেরও জ্যেষ্ঠ সহ-সভাপতি ছিলেন।

এরপর ৩ সেপ্টেম্বর মিনারুল হত্যা মামলায় প্রথমবার আসামি করা হয় আইভীকে।

চলতি বছরের ৯ মে সকালে নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী।

জুলাই আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এ সিটি মেয়রকে আসামি করা হয়েছে। তার মধ্যে তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

3h ago