রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু প্রয়োগ করে না: মির্জা ফখরুল

দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ও সম্ভাবনা একটি নতুন বাংলাদেশ গঠনে অমূল্য ভূমিকা রাখতে পারে। 

তবে গত ১৫ বছরে তিনটি জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ না দেওয়ায় এ প্রজন্ম প্রকৃত গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'নতুন প্রজন্ম জাতির ভবিষ্যৎ। তারা গত জুলাই মাসের গণজাগরণের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠনের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রমাণ করেছে।'

৩০ মিনিটের বক্তৃতায় তিনি দেশে গণতান্ত্রিক অনুশীলনের অভাবের সমালোচনা করেন এবং বলেন, 'আমরা রাজনৈতিক দলগুলো প্রায়ই গণতন্ত্রের কথা বলি, কিন্তু তা প্রয়োগ করা হয় না। এই ব্যর্থতা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশকে বাধাগ্রস্ত করেছে।'

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহনশীলতার অভাবের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, 'গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার সুনিশ্চিত করা সম্ভব হবে, যদি রাজনৈতিক দলগুলো পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কাজ করে।'

নতুন প্রজন্মের ভোটাধিকার প্রয়োগের অভিজ্ঞতার অভাব বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'গত ১৫ বছরে তারা কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট দেখেনি।'

গত ১৫ বছরে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে ক্ষমতায় থাকার অভিযোগ তোলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, 'তারা রাষ্ট্রযন্ত্র দখল করে রেখে জনগণের স্বাধীন কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে। এটি একধরনের ফ্যাসিবাদ।'

তবে সব প্রতিকূলতা সত্ত্বেও জাতিকে হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি। 

জুলাই মাসের গণজাগরণে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, 'আমরা একদিন আমাদের লক্ষ্যে পৌঁছাব। নতুন প্রজন্ম, যারা আমাদের সবচেয়ে বড় আশার উৎস, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা তারাই পালন করবে।'

Comments

The Daily Star  | English

Assault on Santal woman: Accused UP chairman expelled from BNP

He has been expelled from all positions for anti-organisational activities

1h ago