একটি গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে: রিজভী
রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় রিজভী এই কথা বলেন।
তিনি বলেন, 'যদি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সিদ্ধান্ত নেয় কে নির্বাচিত হবেন, তাহলে এই আত্মত্যাগের মূল্য কোথায়? বিএনপিকে ভেঙে দুর্বল করতে সরকারের ভেতরে সূক্ষ্ম তৎপরতা আছে কিনা তা নিয়ে সংশয় বাড়ছে।'
সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে রিজভী বলেন, 'সরকার গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়ার পর সচিবালয়ে আগুন লেগেছে, এতে জনমনে প্রশ্ন উঠেছে।'
Comments