লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্য সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল বিমান বন্দর ছাড়েন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।
দুই সপ্তাহের মধ্যে মির্জা ফখরুলের দেশে ফেরার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল বলেছিলেন, তারেক রহমানের সাথে দেখা করতে তিনি লন্ডনে যাচ্ছেন।
তিনি বলেন, 'আপনারা জানেন, আমার স্ত্রী অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাব। সেভাবে অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে।'
দলের একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, বিএনপি মহাসচিব দেশে ফেরার পর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন। সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের ভিসা প্রক্রিয়াও শেষ হয়েছে।
Comments