দেশে আইনের শাসন না থাকায় কারও জীবনের নিরাপত্তা নেই: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো

দেশে আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জে ইসলামিয়া কলেজ মাঠে বিএনপির এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, 'দেশের সাধারণ মানুষ জেগে উঠেছে। যত চেষ্টা করুক সরকার শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারবে না।' 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

ইকবাল হাসান মাহামুদ টুকুর বিরুদ্ধে হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'এ সরকার "অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত" মামলায় বিএনপির নেতাকর্মীদের প্রতিনিয়ত কারাগারে পাঠাচ্ছে।'

তিনি বলেন, 'বিরোধী দলের আন্দোলন স্তব্ধ করতে এবং বিরোধী নেতাকর্মীসহ সাধারণ নাগরিকদের মনে ভীতি সঞ্চার করতেই সরকার জুলুম-নির্যাতন করছে।'

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় এ সমাবেশের প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

 

Comments

The Daily Star  | English
Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

16h ago