বিএনপিকর্মী হত্যা মামলায় উবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে

উবায়দুল মোকতাদির চৌধুরী। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে এক বিএনপিকর্মী নিহতের ঘটনায় করা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ আদেশ দেন।

এর আগে গতরাতে ঢাকার নাখালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সংসদ সদস্য মোকতাদিরকে।

আদালতে কর্মরত একজন উপপরিদর্শক জানান, আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রীকে ২০২২ সালের ৭ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় বিএনপি কর্মী মকবুল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে হাজির করে এবং ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর বিএনপিকর্মী মাহফুজার রহমান মকবুল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় এ মামলা করেন।

মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ২০১১ সালে প্রথমবারের মতো উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ থেকে চতুর্থবারের মতো এমপি হন তিনি।

Comments

The Daily Star  | English

Work begins to restore Dhaka’s waterways

Criticism on social media as advisers inaugurate work by walking down a red-carpeted pathway

8m ago