১১ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

খালেদা জিয়া মুক্ত
খালেদা জিয়া। ফাইল ছবি সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ১১ দিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তাকে গুলশানের বাসায় নেওয়া হয়। 

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের  চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হঠাৎ অসুস্থতার কারণে গত ২২ জুন গভীর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে চিকিৎসা দেওয়া হয়। 

পরে কয়েক দফা মেডিকেল বোর্ড বৈঠকে বসে সাবেক প্রধানমন্ত্রীর হৃদপিণ্ডে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত দেন।

পরে ২৩ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

এরপর তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিসকদের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

10h ago