বেনজীর দুর্নীতিবাজ সাব্যস্ত হলে দেশে তাকে আসতেই হবে: ওবায়দুল কাদের

রোববার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি: টিভি থেক্রে নেওয়া

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদ যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হন, দেশে তাকে আসতেই হবে। এখানে সরকার কোনো আপস করবে না।

আজ রোববার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুর্নীতির অভিযোগের বিষয়ে সরকার কী ভূমিকা রাখছে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'এ বিষয়টা দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। তদন্ত, মামলা, গ্রেপ্তার সবকিছু একটা প্রক্রিয়ার মধ্যে চলে। সরকার দুর্নীতি দমন কমিশনকে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে। দুর্নীতি দমন কমিশন তো কাজ করছে। দুর্নীতির তদন্ত করে মামলা হয় জেলেও পাঠায়। জেলে পাঠানোর পরও মামলা চলতে থাকে। মামলার রায়ে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে অবশ্যই তাকে দুর্নীতিবাজ বলব।'

'এখানে কথা একটা। সেটা হচ্ছে, এই দেশে ৭৫ এর পরবর্তীতে কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি, শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে,' যোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'ব্যক্তি দুর্নীতি করতে পারে। কিন্তু দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গিটা কী, সেটা দেখতে হবে। সরকার বিচার করতে চায় কিনা, দুর্নীতির বিরুদ্ধে সরকারের টলারেন্সের মাত্রাটা কী, সেটা দেখতে হবে।'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তিনি (বেনজীর) দেশে না থাকলে কি বিচার হবে না? তারেক রহমান বাইরে আছে বলে কি মামলা হয়নি, রায় হয়নি? একসময় না একসময় তাকে আসতে হবে দেশে। বেনজীর যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হন, দেশে তাকে আসতেই হবে। এখানে সরকার কোনো আপস করবে না।'

'সরকার তো দুর্নীতি দমন কমিশনের কাজে হস্তক্ষেপ করেনি। এখানে অবশ্যই সরকারের সমর্থন আছে,' যোগ করেন তিনি।

বেনজীরের দুর্নীতির পেছনে সরকারের কোনো সংস্থার ব্যর্থতা থাকলেও তারও বিচার হবে বলে জানান ওবায়দুল কাদের।

বেনজীরকে সরকার বিদেশে পাঠিয়েছে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের প্রশ্ন করেন, 'আপনি কি দেখেছেন? মির্জা ফখরুলের অভিযোগ এটা, সে তো ব্যর্থ নেতা। সে কী বলল না বলল। মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই, সরকারের কারা গিয়ে বেনজীরকে তুলে দিয়েছে। অন্ধকারে ঢিল ছুঁড়লে হবে না।'

তিনি বলেন, 'দুর্নীতি সারা দুনিয়াতে ওয়ে অফ লাইফ। এটা কোনো দেশে হয় না, এ দাবি কেউ করতে পারে না। আমাদের এখানে প্রধানমন্ত্রী কোনো প্রকার দুর্নীতি করেন বা দুর্নীতিকে প্রশ্রয় দেন, এমন অভিযোগ তার বিরুদ্ধে দেশে-বিদেশে কেউ দিতে পারেনি। শেখ হাসিনা আপাদমস্তক সৎ রাজনীতিবিদ। এটা বিশ্বব্যাপী সমাদৃত।'

তিনি আরও বলেন, 'এ দেশ থেকে টাকা পাচারের দুর্নীতির যে সংস্কৃতি, এটা বিএনপির আমল থেকে শুরু হয়েছে। বিএনপি ক্ষমতায় এলেই নেতাকর্মীরা অবৈধ উপায়ে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে।'    

 

Comments

The Daily Star  | English

Govt to expedite hiring of 40,000 for public sector

The government has decided to expedite the recruitment of 6,000 doctors, 30,000 assistant primary teachers, and 3,500 nurses to urgently address the rising number of vacancies in key public sector positions.

8h ago