কাজী ফিরোজ ও সুনীল শুভরায়কে জাপা থেকে অব্যাহতি

কাজী ফিরোজ ও সুনীল শুভরায়কে জাপা থেকে অব্যাহতি
কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে দলের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জাপা যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, জাপা চেয়ারম্যান জিএম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদকে কো-চেয়ারম্যান ও সুনীল শুভরায়কে প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন, যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Major trade bodies miss election deadline

Major trade bodies miss election deadline as reforms take centre stage

Elections at major trade bodies have missed the 90-day deadline as new administrators of the business organisations seek amendments to the governing rules.

18h ago