৩০০ আসন যেভাবে ভাগ হলো আ. লীগ ও শরিক দল এবং জাতীয় পার্টির মধ্যে

আওয়ামী লীগের প্রার্থী তালিকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮টি আসনে প্রার্থী দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ—এর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

তারা হলেন—ফরিদপুর-৩ আসনের শামীম হক, বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ, ময়মনসিংহ-৯ আসনের আব্দুস সালাম, যশোর-৪ আসনের এনামুল হক বাবুল ও কক্সবাজার-১ আসনের সালাহ উদ্দীন আহমদ।

শাম্মী আহমেদ ও শামীম হক তাদের প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন। আজ সোমবার এই রিট শুনানি হতে পারে।

গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিন পর্যন্ত জাতীয় পার্টি ও শরিক দলগুলোর জন্য ৩২টি আসন ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এসব আসনের মধ্যে দুইটিতে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। বাকি ৩০টি থেকে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে।

সেই হিসাবে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৬৩, তাদের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দুই, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) তিন, জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) এক ও জাতীয় পার্টি ২৬টি আসনে প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছে।

হাইকোর্টের আদেশে আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যে এক বা একাধিক জন মনোনয়ন ফিরে পেলে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সংখ্যা হতে পারে ২৬৪ বা ২৬৫ জন।

ওয়ার্কার্স পার্টির আসন ও প্রার্থী

ওয়ার্কার্স পার্টির জন্য দুইটি আসন ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এই দুই আসন ও প্রার্থী হচ্ছেন:

বরিশাল-২—রাশেদ খান মেনন

রাজশাহী-২—ফজলে হোসেন বাদশা

জাসদের আসন ও প্রার্থী

জাসদের জন্য তিনটি আসন ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এই তিন আসন ও প্রার্থী হচ্ছেন:

কুষ্টিয়া-২—হাসানুল হক ইনু

বগুড়া-৪—এ কে এম রেজাউল করিম তানসেন

লক্ষ্মীপুর-৪—মোশাররফ হোসেন

জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) আসন ও প্রার্থী

জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) জন্য একটি আসন ছেড়েছে ক্ষমতাসীন দল। সেটি হচ্ছে পিরোজপুর-২। এই আসনে দলটির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু প্রার্থী হবেন।

জাতীয় পার্টির আসন ও প্রার্থী

একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির জন্য দ্বাদশ জাতীয় নির্বাচনে মোট ২৬টি আসন ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এসব আসন ও আসনে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন:

ঠাকুরগাঁও-৩—হাফিজ উদ্দিন আহমেদ

নীলফামারী-৩—মেজর (অব.) রানা মো. সোহেল

নীলফামারী-৪—আহসান আদেলুর রহমান

রংপুর-১—এইচ এম শাহরিয়ার আসিফ

রংপুর-৩—গোলাম মোহাম্মদ কাদের

কুড়িগ্রাম-১—একেএম. মোস্তাফিজুর রহমান

কুড়িগ্রাম-২—পনির উদ্দিন আহমেদ

গাইবান্ধা-১—ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

গাইবান্ধা-২—আব্দুর রশীদ সরকার

বগুড়া-২—শরিফুল ইসলাম জিন্নাহ

বগুড়া-৩—অ্যাড. নুরুল ইসলাম তালুকদার

সাতক্ষীরা-২—মো. আশরাফুজ্জামান আশু

পটুয়াখালী-১—এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার

বরিশাল-৩—গোলাম কিবরিয়া টিপু

পিরোজপুর-৩—মো. মাশরেকুল আজম রবি

ময়মনসিংহ-৫—সালাহউদ্দিন আহমেদ মুক্তি

ময়মনসিংহ-৮—ফখরুল ইমাম

কিশোরগঞ্জ-৩—অ্যাড. মুজিবুল হক চুন্নু

মানিকগঞ্জ-১—জহিরুল আলম রুবেল মো. হাসান সাঈদ

ঢাকা-১৮—শেরীফা কাদের

হবিগঞ্জ-১—এম.এ. মুনিম চৌধুরী বাবু

ব্রাহ্মণবাড়িয়া-২—আব্দুল হামিদ

ফেনী-৩—লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী

চট্টগ্রাম-৫—আনিসুল ইসলাম মাহমুদ

চট্টগ্রাম-৮—সিরাজুল ইসলাম চৌধুরী

নারায়ণগঞ্জ-৫—এ কে এম সেলিম ওসমান

আওয়ামী লীগের আসন ও প্রার্থী

ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন:

পঞ্চগড়-১—নাইমুজ্জমান মুক্তা

পঞ্চগড়-২—নুরুল ইসলাম সুজন

ঠাকুরগাঁও-১—রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও-২—মাজহারুল ইসলাম

দিনাজপুর-১—মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুর-২—খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুর-৩—ইকবালুর রহিম

দিনাজপুর-৪—আবুল হাসান মাহমুদ আলী

দিনাজপুর-৫—মোস্তাফিজুর রহমান ফিজার

দিনাজপুর-৬—শিবলী সাদিক

নীলফামারী-১—আফতাব উদ্দিন সরকার

নীলফামারী-২—আসাদুজ্জামান নূর

লালমনিরহাট-১—মোতাহার হোসেন

লালমনিরহাট-২—নুরুজ্জামান আহমেদ

লালমনিরহাট–৩—মো. মতিয়ার রহমান

রংপুর-২—আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী

রংপুর-৪—টিপু মুনশি

রংপুর-৫—রাশেক রহমান

রংপুর-৬—শিরীন শারমিন চৌধুরী

কুড়িগ্রাম-৩—সৌমেন্দ্র প্রসাদ পান্ডে

কুড়িগ্রাম-৪—মো. বিপ্লব হাসান

গাইবান্ধা-৩—উম্মে কুলসুম স্মৃতি

গাইবান্ধা-৪—মো. আবুল কালাম আজাদ

গাইবান্ধা-৫—মাহমুদ হাসান

জয়পুরহাট-১—সামছুল আলম দুদু

জয়পুরহাট-২—আবু সাঈদ আল মাহমুদ স্বপন

বগুড়া-১—সাহাদারা মান্নান

বগুড়া-৫—মো. মজিবর রহমান (মজনু)

বগুড়া-৬—রাগেবুল আহসান রিপু

বগুড়া-৭—মো. মোস্তফা আলম

চাঁপাইনবাবগঞ্জ-১—ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল

চাঁপাইনবাবগঞ্জ-২—মু. জিয়াউর রহমান

চাঁপাইনবাবগঞ্জ-৩—মো. আব্দুল ওদুদ

নওগাঁ-১—সাধন চন্দ্র মজুমদার

নওগাঁ-২—মো. শহীদুজ্জামান সরকার

নওগাঁ-৩—সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী

নওগাঁ-৪—মো. নাহিদ মোর্শেদ

নওগাঁ-৫—নিজাম উদ্দিন জলিল (জন)

নওগাঁ-৬—মো. আনোয়ার হোসেন হেলাল

রাজশাহী-১—ওমর ফারুক চৌধুরী

রাজশাহী-৩—মোহা. আসাদুজ্জামান আসাদ

রাজশাহী-৪—মো. আবুল কালাম আজাদ

রাজশাহী-৫—মো. আব্দুল ওয়াদুদ

রাজশাহী-৬—মো. শাহরিয়ার আলম

নাটোর-১—মো. শহিদুল ইসলাম (বকুল)

নাটোর-২—শফিকুল ইসলাম শিমুল

নাটোর-৩—জুনাইদ আহমেদ পলক

নাটোর-৪—মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী

সিরাজগঞ্জ-১—তানভীর শাকিল জয়

সিরাজগঞ্জ-২—মোছা. জান্নাত আরা হেনরী

সিরাজগঞ্জ-৩—মো. আব্দুল আজিজ

সিরাজগঞ্জ-৪—মো. শফিকুল ইসলাম

সিরাজগঞ্জ-৫—আব্দুল মমিন মন্ডল

সিরাজগঞ্জ-৬—চয়ন ইসলাম

পাবনা-১—মো. শামসুল হক টুকু

পাবনা-২—আহমেদ ফিরোজ কবির

পাবনা-৩—মো. মকবুল হোসেন

পাবনা-৪—গালিবুর রহমান শরীফ

পাবনা-৫—গোলাম ফারুক খন্দ. প্রিন্স

মেহেরপুর-১—ফরহাদ হোসেন

মেহেরপুর-২—আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক

কুষ্টিয়া-১—আ. কা. ম. সরওয়ার জাহান

কুষ্টিয়া-৩—মো. মাহবুবউল আলম হানিফ

কুষ্টিয়া-৪—সেলিম আলতাফ জর্জ

চুয়াডাঙ্গা-১—সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)

চুয়াডাঙ্গা-২—মো. আলী আজগার

ঝিনাইদহ-১—মো. আব্দুল হাই

ঝিনাইদহ-২—তাহজীব আলম সিদ্দিকী

ঝিনাইদহ-৩—মো. সালাহ উদ্দিন মিয়াজী

ঝিনাইদহ-৪—মো. আনোয়ারুল আজীম (আনার)

যশোর-১—শেখ আফিল উদ্দিন

যশোর-২—মো. তৌহিদুজজামান

যশোর-৩—কাজী নাবিল আহমেদ

যশোর-৫—স্বপন ভট্টাচার্য্য

যশোর-৬—শাহীন চাকলাদার

মাগুরা-১—সাকিব আল হাসান

মাগুরা-২—শ্রী বীরেন শিকদার

নড়াইল-১—বি, এম কবিরুল হক

নড়াইল-২—মাশরাফী বিন মোর্ত্তজা

বাগেরহাট-১—শেখ হেলাল উদ্দীন

বাগেরহাট-২—শেখ তন্ময়

বাগেরহাট-৩—হাবিবুন নাহার

বাগেরহাট-৪—এইচ, এম, বদিউজ্জামান সোহাগ

খুলনা-১—ননী গোপাল মন্ডল

খুলনা-২—সেখ সালাহউদ্দিন

খুলনা-৩—এস এম কামাল হোসেন

খুলনা-৪—আব্দুস সালাম মূর্শেদী

খুলনা-৫—নারায়ন চন্দ্র চন্দ

খুলনা-৬—মো. রশীদুজ্জামান

সাতক্ষীরা-১—ফিরোজ আহম্মেদ স্বপন

সাতক্ষীরা-৩—আ, ফ, ম রুহুল হক

সাতক্ষীরা-৪—এস. এম. আতাউল হক

বরগুনা-১—ধীরেন্দ্র দেবনাথ শমভু

বরগুনা-২—সুলতানা নাদিরা

পটুয়াখালী-২—আ, স, ম, ফিরোজ

পটুয়াখালী-৩—এস. এম শাহজাদা

পটুয়াখালী-৪—মো. মহিববুর রহমান

ভোলা-১—তোফায়েল আহমেদ

ভোলা-২—আলী আজম

ভোলা-৩—নুরন্নবী চৌধুরী

ভোলা-৪—আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব

বরিশাল-১—আবুল হাসানাত আবদুল্লাহ্

বরিশাল-৫—জাহিদ ফারুক

বরিশাল-৬—আবদুল হাফিজ মল্লিক

ঝালকাঠি-১—শাহজাহান ওমর

ঝালকাঠি-২—আমির হোসেন আমু

পিরোজপুর-১—শ. ম. রেজাউল করিম

টাঙ্গাইল-১—মো. আব্দুর রাজ্জাক

টাঙ্গাইল-২—ছোট মনির

টাঙ্গাইল-৩—মো. কামরুল হাসান খান

টাঙ্গাইল-৪—মো. মোজহারুল ইসলাম তালুকদার

টাঙ্গাইল-৫—মো. মামুন-অর-রশিদ

টাঙ্গাইল-৬—আহসানুল ইসলাম (টিটু)

টাঙ্গাইল-৭—খান আহমেদ শুভ

টাঙ্গাইল-৮—অনুপম শাহজাহান জয়

জামালপুর-১—নূর মোহাম্মদ

জামালপুর-২—মো. ফরিদুল হক খান

জামালপুর-৩—মির্জা আজম

জামালপুর-৪—মো. মাহবুবুর রহমান

জামালপুর-৫—মো. আবুল কালাম আজাদ

শেরপুর-১—মো. আতিউর রহমান আতিক

শেরপুর-২—মতিয়া চৌধুরী

শেরপুর-৩—এ, ডি, এম, শহিদুল ইসলাম

ময়মনসিংহ-১—জুয়েল আরেং

ময়মনসিংহ-২—শরীফ আহমেদ

ময়মনসিংহ-৩—নিলুফার আনজুম

ময়মনসিংহ-৪—মোহাম্মদ মোহিত উর রহমান

ময়মনসিংহ-৬—মো. মোসলেম উদ্দিন

ময়মনসিংহ-৭—মো. হাফেজ রুহুল আমীন মাদানী

ময়মনসিংহ-১০—ফাহমী গোলন্দাজ (বাবেল)

ময়মনসিংহ-১১—কাজিম উদ্দিন আহম্মেদ

নেত্রকোনা-১—মোশতাক আহমেদ রুহী

নেত্রকোনা-২—মো. আশরাফ আলী খান খসরু

নেত্রকোনা-৩—অসীম কুমার উকিল

নেত্রকোনা-৪—সাজ্জাদুল হাসান

নেত্রকোনা-৫—আহমদ হোসেন

কিশোরগঞ্জ-১—সৈয়দা জাকিয়া নূর

কিশোরগঞ্জ-২—আবদুল কাহার আকন্দ

কিশোরগঞ্জ-৪—রেজওয়ান আহাম্মদ তৌফিক

কিশোরগঞ্জ-৫—মো. আফজাল হোসেন

কিশোরগঞ্জ-৬—নাজমুল হাসান

মানিকগঞ্জ-২—মমতাজ বেগম

মানিকগঞ্জ-৩—জাহিদ মালেক

মুন্সীগঞ্জ-১—মহিউদ্দিন আহমেদ

মুন্সীগঞ্জ-২—সাগুফতা ইয়াসমিন

মুন্সীগঞ্জ-৩—মৃনাল কান্তি দাস

ঢাকা-১—সালমান ফজলুর রহমান

ঢাকা-২—মো. কামরুল ইসলাম

ঢাকা-৩—নসরুল হামিদ

ঢাকা-৪—সানজিদা খানম

ঢাকা-৫—হারুনর রশীদ মুন্না

ঢাকা-৬—মোহাম্মদ সাইদ খোকন

ঢাকা-৭—মোহাম্মদ সোলায়মান সেলিম

ঢাকা-৮—আ, ফ, ম, বাহাউদ্দিন নাছিম

ঢাকা-৯—সাবের হোসেন চৌধুরী

ঢাকা-১০—ফেরদৌস আহমেদ

ঢাকা-১১—মোহাম্মদ ওয়াকিল উদ্দিন

ঢাকা-১২—আসাদুজ্জামান খান

ঢাকা-১৩—জাহাঙ্গীর কবির নানক

ঢাকা-১৪—মো. মাইনুল হোসেন খান

ঢাকা-১৫—কামাল আহমেদ মজুমদার

ঢাকা-১৬—মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ

ঢাকা-১৭—মোহাম্মদ আলী আরাফাত

ঢাকা-১৯—ডা. মো. এনামুর রহমান

ঢাকা-২০—বেনজীর আহমদ

গাজীপুর-১—আ, ক, ম, মোজাম্মেল হক

গাজীপুর-২—মো. জাহিদ আহসান রাসেল

গাজীপুর-৩—রুমানা আলী

গাজীপুর-৪—সিমিন হোসেন (রিমি)

গাজীপুর-৫—মেহের আফরোজ

নরসিংদী-১—মোহাম্মদ নজরুল ইসলাম

নরসিংদী-২—আনোয়ারুল আশরাফ খান

নরসিংদী-৩—ফজলে রাব্বি খান

নরসিংদী-৪—নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

নরসিংদী-৫—রাজি উদ্দিন আহমেদ

নারায়ণগঞ্জ-১—গোলাম দস্তগীর গাজী

নারায়ণগঞ্জ-২—মো. নজরুল ইসলাম বাবু

নারায়ণগঞ্জ-৩—আব্দুল্লাহ-আল-কায়সার

নারায়ণগঞ্জ-৪—শামীম ওসমান

রাজবাড়ী-১—কাজী কেরামত আলী

রাজবাড়ী-২—মো. জিল্লুল হাকিম

ফরিদপুর-১—মো. আব্দুর রহমান

ফরিদপুর-২—শাহদাব আকবর

ফরিদপুর-৪—কাজী জাফর উল্যাহ

গোপালগঞ্জ-১—মুহাম্মদ ফারুক খান

গোপালগঞ্জ-২—শেখ ফজলুল করিম সেলিম

গোপালগঞ্জ-৩—শেখ হাসিনা

মাদারীপুর-১—নূর-ই-আলম চৌধুরী

মাদারীপুর-২—শাজাহান খান

মাদারীপুর-৩—মো. আবদুস সোবহান মিয়া

শরীয়তপুর-১—মো. ইকবাল হোসেন

শরীয়তপুর-২—এ কে এম এনামুল হক শামীম

শরীয়তপুর-৩—নাহিম রাজ্জাক

সুনামগঞ্জ-১—রনজিত চন্দ্র সরকার

সুনামগঞ্জ-২—চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ

সুনামগঞ্জ-৩—এম এ মান্নান

সুনামগঞ্জ-৪—মোহম্মদ সাদিক

সুনামগঞ্জ-৫—মুহিবুর রহমান মানিক

সিলেট-১—এ. কে. আব্দুল মোমেন

সিলেট-২—শফিকুর রহমান চৌধুরী

সিলেট-৩—হাবিবুর রহমান

সিলেট-৪—ইমরান আহমদ

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago