ঢাকায় বিজয় দিবস র‍্যালির অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা
বিএনপির লোগো | সংগৃহীত

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় র‍্যালি করার অনুমতি চেয়ে ডিএমপির কাছে চিঠি দিয়েছে বিএনপি।

আজ বুধবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে গিয়ে এ চিঠি দেন।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খান।

ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে নিতাই রায় সাংবাদিকদের জানান, ১৬ ডিসেম্বর বিএনপি বিজয় দিবস র‍্যালি করার পরিকল্পনা করেছে। র‍্যালিটি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজার ক্রসিংয়ের দিকে যাবে।

বিজয় দিবসে দুপুর ১টায় বিএনপি র‍্যালি শুরু করতে চায় বলে জানান এই নেতা।

ডিএমপি জানায়, বিএনপির আবেদন যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্তের বিষয়ে জানানো হবে।

পুলিশ অনুমতি না দিলে কী হবে, এমন প্রশ্নের জবাবে নিতাই রায় বলেন, 'বৃহস্পতিবারের মধ্যে পুলিশ আমাদের চিঠির জবাব দেবে বলে আশা করছি।'

তিনি বলেন, 'বাংলাদেশে এমন সংস্কৃতি গড়ে উঠেছে যে ইফতার পার্টির আয়োজন করতেও পুলিশের অনুমতি নিতে হয়। এটা হওয়া উচিত নয়।'

গত ২৮ অক্টোবর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রেখেছে, এ বিষয়ে জানতে চাইলে নিতাই রায় বলেন, 'এ বিষয়ে আলোচনা হয়েছে। শিগগির সমাধান হবে।'

যোগাযোগ করা হলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশন) মাহিদ উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিএনপির চিঠি পেয়েছি এবং ডিএমপি কমিশনার এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।'

গত ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে সারাদেশে মানববন্ধন করে বিএনপি। মানববন্ধন কর্মসূচিতে দলের মধ্যম সারির বেশ কয়েকজন নেতা যোগ দিলেও জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতি ছিল কম।

সেদিন রাজধানীতে মানববন্ধন চলাকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভও করেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

দলীয় সূত্রে জানা গেছে, বিজয় দিবসে কর্মসূচি দেওয়ার বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্তহীনতায় ছিলেন। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের সাম্প্রতিক 'বিজয় মিছিল' বের করার ঘোষণায় বিএনপি ১৬ ডিসেম্বর শোভাযাত্রা করার পরিকল্পনা করে।

 

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

5h ago