ঢাকা-১৯ আসন: মনোনয়ন না পেয়ে মুরাদ-সাইফুলের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

ঢাকা-১৯ আসন: মনোনয়ন না পেয়ে মুরাদ-সাইফুলের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা
তালুকদার মো. তৌহিদ জং মুরাদ ও মোহাম্মদ সাইফুল ইসলাম (বাম থেকে) | ছবি: সংগৃহীত

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

তারা দুই জনই ক্ষমতাসীন দল থেকে মনোনয়ন চেয়েছিলেন।

আজ রোববার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ ২৯৮ আসনে দল মনোনীত প্রার্থী ঘোষণা করে। ঢাকা-১৯ আসনে নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এই ঘোষণা পরপরই মুরাদ ও সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

যোগাযোগ করা হলে তালুকদার মো. তৌহিদ জং মুরাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'কর্মী-সমর্থকরা আশায় ছিলেন। তারা বলছেন নির্বাচন করতে। যেহেতু নির্বাচন করলে দলের কোনো বাধা নেই, তাই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।'

সংসদ নির্বাচনে অংশ নিতে সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ত্যাগ করেন সাইফুল ইসলাম।

তিনি ডেইলি স্টারকে বলেন, 'যেহেতু নির্বাচন করতে দলের কোনো বাধা নেই; নেত্রী বলে দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে। তাই নির্বাচন করব।'

Comments

The Daily Star  | English

Remittances grow 3% in January

Migrants sent home $2.18 billion in the first month of 2025

2h ago