খিলক্ষেত, ফার্মগেট, মিরপুর রোডে যানবাহন তুলনামূলক কম
নির্বাচন কমিশনের (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন সকালে রাজধানীর খিলক্ষেত, কালশী, পল্লবী, মিরপুর ১, ২ ও ১০ নম্বর সেকশন, মিরপুর রোড, কল্যাণপুর, গাবতলী, আগারগাঁও ও ফার্মগেট এলাকায় যান চলাচল তুলনামূলক কম দেখা গেছে।
আজ রোববার সকাল পৌনে ৮টা থেকে পরবর্তী এক ঘণ্টায় ঢাকার এইসব এলাকায় হরতালের এই চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, এই সব সড়কে অল্প সংখ্যক ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও গণপরিবহনের সংখ্যা বিএনপির ডাকা অবরোধের দিনগুলোর তুলনায় কম।
কালশী রোডে কয়েক শ দিনমজুরকে কাজের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
দিনমজুর আব্দুর রহিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ৭/৮ দিন ধইরা কাজ পাইতেছি না। আজকেও পামু কিনা জানি না।'
তিনি জানান, এমননিতেই গত দুই মাস ধরে কাজ কম। হরতাল-অবরোধের কারণে কাজ আরও কমে গেছে। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, 'আমাদের দেখার কেউ নাই।'
গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছাড়তে দেখা যায়নি।
গত বৃহস্পতিবার বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে হরতালের ঘোষণা দেন।
ব্রিফিংয়ে রিজভী জানান, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির জন্য তারা হরতাল পালন করবেন।
একইসময়ে হরতালের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদ ও লেবার পার্টিও।
এর আগে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশে 'আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে' পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি।
এ ছাড়াও, সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে ২৮ অক্টোবরের পর বিএনপি পাঁচবার অবরোধ কর্মসূচি পালন করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় আজ ১৯ ও আগামীকাল ২০ নভেম্বরের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠেয় সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।
স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তীতে জানানো হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছাড়া এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
Comments