গাজীপুরে নাশকতার অভিযোগে ৬ বিএনপি নেতাকর্মী ও ৪ কিশোর গ্রেপ্তার

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নাশকতার অভিযোগে গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ৬ নেতাকর্মী ও ৪ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—টঙ্গী পশ্চিম থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম লস্কর (৪২), বিএনপির কর্মী আনোয়ার হোসেন (৪৫), জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, 'আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর সূত্রে জানা যায়, যুবদল গাজীপুর জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিককে গাজীপুর জজ কোর্টের আইনজীবী সমিতির ভবন সংলগ্ন নিজ চেম্বারে পেশাগত দায়িত্বপালনকালে সাদা পোশাকে ২/৩ জন পুলিশ এসে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।

আটককৃত অ্যাডভোকেট রফিকুল ইসলাম ইসলাম রফিক (৫০) কালিয়াকৈর সদর উপজেলার বাসিন্দা ও যুবদলের গাজীপুর জেলা শাখার সদস্য সচিব।

কালিয়াকৈর থানার তদন্ত অফিসার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাব্বির রহমান দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার অভিযোগে রফিকুল ইসলাম রফিকসহ ৪ জনকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে গত সোমবার ভোররাতে পেট্রোল ও গাড়িতে অগ্নিসংযোগের উপকরণসহ ৪ কিশোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের মধ্যে এক জনের বয়স ১৭ বছর, এক জনের বয়স ১৬ বছর ও বাকি দুজনের বয়স ১৫ বছর। তাদের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলা, ময়মনসিংহের তারাকান্দা থানা, টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ও বরিশালে।

*দ্য ডেইলি স্টারের নীতিমালা অনুযায়ী প্রতিবেদনে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের নাম প্রকাশ করা হয়নি।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

Now