গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে মহাসড়কের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাজু মিয়া (৩৫), জিয়ারুল ইসলাম (৪০)। তবে তাদের ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

সালনা হাইওয়ে পুলিশের এস আই হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, 'মুরগী খামারির একটি পিকআপভ্যান ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথ সালনা এলাকায় পৌঁছালে আরেক যান চাপা দিলে পিকআপভ্যান সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপের কনডাক্টর ও পোল্ট্রি ব্যবসায়ী নিহত হন।'

'নিহতদের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে,' বলেন তিনি বলেন।

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

8h ago