আদালতের হাজতে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের নেওয়া হয়েছে। আজ রাত ৮টা ১০ মিনিটে তাকে আদালতে নেওয়া হয়। তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রোববার কারাগারে পাঠায় আদালত। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের নেওয়া হয়েছে। আজ রাত ৮টা ১০ মিনিটে তাকে আদালতে নেওয়া হয়। তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

আজ রোববার সকালে রাজধানীর গুলশান-২-এর বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়। রাতে ডিবির গাড়িতে করে মির্জা ফখরুলকে আদালতে আনা হয়।

আদালত থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, মির্জা ফখরুলকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

ঢাকার কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। দুপুরে মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলার এক পর্যায়ে টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেনেড ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের পল্টন এলাকা থেকে হটিয়ে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুই জন নিহত এবং বিভিন্ন জায়গায় যানবাহনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

Comments