কাকরাইলের ভবন থেকে বিএনপির প্রায় ২০০ নেতাকর্মীকে আটক

আটক নেতাকর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ভিডিও থেকে নেওয়া/ প্রথম আলোর সৌজন্যে

রাজধানীর কাকরাইলের একটি ভবনে অভিযান চালিয়ে সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা বিএনপির প্রায় ২০০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাকরাইলের ওই নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ ঘটনাস্থলে ব্রিফিংয়ে বলেন, বিএনপির ওই নেতাকর্মীরা সমাবেশ ঘিরে নাশকতার উদ্দেশ্যে ওই ভবনে অবস্থান করছিলেন। ডিবি পুলিশ অভিযানে গেলে তাদের ওপর একাধিক ককটেল নিক্ষেপ করেন তারা।

ডিবি পুলিশের দাবি, ওই ভবন থেকে বিপুল পরিমাণ লাঠিসোঁটা, ককটেল ও হাতবোমা উদ্ধার করা হয়েছে।

ডিবি প্রধান আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরবর্তীতে এই ঘটনায় মামলা দায়ের করা হবে।

ককটেল নিক্ষেপের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন উল্লেখ করে তিনি জানান, আহত দুইজন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়েছেন।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

4h ago