ঢাকায় ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে সরকার পতনের মহাযাত্রা: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো

সরকার পতনের একদফা দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে তিনি বলেন, 'জনসমাবেশের ঘোষণা থেকে সরকার জেনে রাখুন আপনারা আর নেই। বিএনপি ক্ষমতায় যাক এটা আমরা চাই না। আমরা চাই জনগণের অধিকার ভোট দিয়ে প্রয়োগ করে তার প্রতিনিধি নির্বাচিত করুক।'

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'আপনার এখান থেকে চলে গিয়ে বসে থাকবেন না। আপনারা ঘরে ঘরে গিয়ে মানুষকে বার্তা দেন যে মানুষ জেগে উঠেছে। এই জাগরণের মধ্যে দিয়ে এই সরকারের পতন হবে।'

এরপর দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, 'আগামী ২৮ অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ করব। ওই সমাবেশ থেকে শুরু হবে সরকার পতনের মহাযাত্রা। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা থেমে থাকব না।'

'অনেক বাধা আসবে। সমস্ত বাধা অতিক্রম করে মহাসমাবেশকে সফল করে আমাদের জনগণের অধিকার আদায় করার লক্ষ্য অর্জন করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব। শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই আমরা অশান্তি সৃষ্টিকারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবো,' বলেন মির্জা ফখরুল।

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

9h ago