‘সরকার পতনে’ বিএনপির নতুন কর্মসূচি আসছে

বিএনপির অবরোধ

ক্ষমতাসীন আওয়ামী লীগ যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন বিরোধী দল বিএনপি চেষ্টা করছে একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করার দাবি মানতে সরকারকে বাধ্য করার।

বিএনপি সূত্র বলছে, দাবি আদায়ে আগামীতে আন্দোলন আরও জোরদার করা হবে।

বিএনপি তাদের আন্দোলনের গতি বাড়াতে চলতি মাসে লাগাতার সমাবেশ ও রোডমার্চের ঘোষণা দেবে।

সূত্র জানায়, নভেম্বরে সম্ভব্য নির্বাচনী তফসিল ঘোষণার আগেই বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার গঠনে বিএনপি তাদের আন্দোলনের লক্ষ্য অর্জন করতে চায়।

আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, 'সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝামাঝি সময়ে আমাদের যেসব কর্মসূচি থাকবে, সেগুলোই আন্দোলনের চূড়ান্ত পর্বের জন্য মাঠ প্রস্তুত করবে।'

তিনি বলেন, নির্দলীয় নির্বাচনকালীন সরকারের জন্য জনগণকে আন্দোলনে নামাতে পর্যায়ক্রমে কর্মসূচি ঘোষণা করা হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার সংবাদ সম্মেলনে দলীয় কর্মসূচি ঘোষণা করতে পারেন।

সূত্র জানায়, দলটি আগামী মঙ্গলবার থেকে সমাবেশ ও রোডমার্চের ঘোষণা দেবে, যা ৩ অক্টোবর পর্যন্ত চলবে।

ইতোমধ্যে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে রোডমার্চ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বিএনপির তিনটি ফ্রন্ট ও সহযোগী সংগঠন গত দুদিন ধরে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় রোডমার্চ করেছে, যেখানে মির্জা ফখরুল ঘোষণা করেছেন যে সরকার ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত তারা রোডমার্চ বন্ধ করবে না।

তিনি বলেন, এই কর্মসূচিগুলো থেকে আমরা জনগণকে সচেতন করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালাতে চাই।

৩ অক্টোবরের পর দলটি মূলত ঢাকা মহানগর ও এর আশেপাশের এলাকায় নতুন কর্মসূচি পালন করবে, যা নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত চলবে।

বিএনপি গত ১২ জুলাই 'এক দফা' আন্দোলন শুরু করে এবং এরপর থেকে ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

বিএনপি নেতারা বলছেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চান। কিন্তু সরকার তাদের দাবি না মানলে অক্টোবর থেকে কঠোর কর্মসূচিতে যাবেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'এখন থেকে আমরা বিরতিহীন কর্মসূচি পালন করব। আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে কোনো বিরতি থাকবে না।'

বিএনপির সম্ভাব্য কর্মসূচিগুলো হচ্ছে—

১৯ সেপ্টেম্বর কেরানীগঞ্জ ও টঙ্গীতে র‌্যালি

২১ সেপ্টেম্বর ভৈরব বাজার থেকে সিলেট পর্যন্ত রোডমার্চ

২২ সেপ্টেম্বর ঢাকায় পেশাজীবীদের র‌্যালি

২৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী ও উত্তরায় র‌্যালি এবং বরিশাল থেকে পটুয়াখালী রোডমার্চ

২৫ সেপ্টেম্বর নয়াবাজার ও আমিনবাজারে র‌্যালি

২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে রোডমার্চ

২৭ সেপ্টেম্বর গাবতলি ও ফতুল্লায় র‌্যালি

২৯ সেপ্টেম্বর ঢাকায় নারীদের র‌্যালি

৩০ সেপ্টেম্বর কৃষক-শ্রমিকদের র‌্যালি

১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোডমার্চ

৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম রোডমার্চ

Comments

The Daily Star  | English

No sharp rise in crime, data shows stability: govt

The interim government today said that available data does not fully support claims of a sharp rise in crimes across Bangladesh this year

2h ago